[ kobutor palon ] কবুতর পালন। কবুতর কি ভাবে পালন করতে হয় |
কবুতর পালনঃ আমরা সবাই কম বেশি কবুতর ভালোবাসি। তাই অনেকেই কবুতর লালন পালন করে থাকে। কবুতর পালন করতে হলে আমাদের কবুতরের প্রতি বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। কবুতর লালন-পালনের প্রতি বিশেষ জ্ঞান থাকলে এর থেকে ভালো টাকা উপার্জন করা যায়। এখনকার সময়ে অনেক মানুষ কবুতর পালন করে নিজ স্বাবলম্বী হচ্ছে। যদি আপনার ও ইচ্ছে থাকে কবুতর পালন করার, তাহলে আপনিও কবুতর লালন পালন করে অর্থ উপার্জন করতে পারেন। চলুন তাহলে এখন জেনে নেয়া যাক বিভিন্ন কবুতরের সম্পর্কেঃ
কবুতরের প্রকারভেদঃ আমাদের দেশে সাধারণত কবুতর দুই ধরনের
১/ দেশি কবুতর
২/ বিদেশি কবুতর
১/ দেশি কবুতরঃ
আমাদের দেশের কবুতরগুলোকে দেশি কবুতর বলে।
যেমনঃ ঘোলা কবুতর, জালালি কবুতর,
দেশি কবুতরের বাচ্চা নিতে সময় লাগে ১৫ থেকে ২০ দিন।
দেশি কবুতরের খাবারঃ গম, ধান,রেজা,ভুট্টা" ইত্যাদি।
২/ অন্যদিকে বিদেশী কবুতর হলোঃ আমাদের দেশ ছাড়া, অন্য যেকোনো দেশের কবুতর কে বিদেশি কবুতর বলা হয়।
বিদেশি কবুতরকে হল যেমনঃ মেকপাই কবুতর, শট কবুতর, লক্ষা কবুতর,শিরাজি কবুতর,
বিদেশি কবুতরের বাচ্চা নিতে সাধারণত ২১ দিন লাগে তবে এটা কবুতরের উপর নির্ভর করে।
বিদেশি কবুতরের খাদ্যঃ গম, ধান,রেজা,ভুট্টা,ছোলা,ডাবলই, ইত্যাদি।
বিঃদ্রঃ আজকে এই পর্যন্তই আমাদের ব্লকের সাথে থাকুন। আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা শুধু কবুতর নিয়ে কথা বলি। কবুতর নিয়ে যা জানার, সব এখান থেকে জানতে পারবেন।
ধন্যবাদ
0 মন্তব্যসমূহ